অরিজিৎ সিং আবার ঢাকায় আসছেন।তবে নতুন খবর হলো, ১০ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামের এই কনসার্টে আরও গাইবেন এই প্রজন্মের সংগীতশিল্পী এলিটা ও মাহাদী।
‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের এই কনসার্টে বাড়তি পাওয়া হিসেবে থাকবে ৭০ জন সিম্ফনি অর্কেস্ট্রায় অভিজ্ঞ দলের পরিবেশনা। কনসার্টের টিকিট এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে। খুব শিগগির পত্রিকা ও টিভিতে বিজ্ঞাপন দিয়ে স্থানগুলোর নাম জানানো হবে।