২০০৫ সালের ৭ জুলাই৷ ঠিক ১০ বছর আগে বিস্ফোরণে কেঁপে ওঠে লন্ডন৷ ৩টি আন্ডারগ্রাউন্ড মেট্রো ও একটি বাসে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা৷ মৃত্যু হয় ৫২ জনের৷ জখম হন ৭০০-এরও বেশি মানুষ৷ সেই হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার ব্রিটেনের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় স্মরণসভার৷ নিহতের প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও৷ মঙ্গলবার তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের হুমকি যে এখনও বাস্তব কিছুদিন আগে তিউনিশিয়ায় ৩০জন ব্রিটিশ পর্যটকের নিহত হওয়ার ঘটনাই তার প্রমাণ৷’ ২০০৫ সালের লন্ডন হামলার ১০ বছর পূর্তিতে ঐ হামলার কথা স্মরণ করে এক বার্তায় তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের ভয়ে ভীত নয় তাঁদের দেশ৷’ এদিন সেন্ট পল গির্জায় এক স্মরণসভার আয়োজন করা হয়৷
উল্লেখ্য, গত ২৬ জুন তিউনেশিয়াতে বন্দুকধারীর গুলিতে ৩৮ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যেই ৩০জনই ছিলেন ব্রিটিশ নাগরিক৷