এবার ঈদে যাত্রী পরিবহনের জন্য সারাদেশে আড়াই হাজার ছোট-বড় বাস চালাবে বিআরটিসি। আর অগ্রিম টিকিট ছাড়া হবে ঈদের ১০ জুলাই থেকে। ভোগান্তি এড়াতে মধ্যস্বত্বভোগীদের কাছে না গিয়ে সরাসরি কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ কর্তৃপক্ষের। বিআরটিসির ঢাকা অঞ্চলের পাঁচটি ডিপোতে ঈদ উপলক্ষে চলছে গাড়ি মেরামত ও ফিটনেস পরীক্ষার কাজ। কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের আগেই বাসগুলোকে ত্রুটিমুক্ত করা সম্ভব হবে।
বছরের অন্যান্য সময়ে চলা পরিবহনের পাশাপাশি দেশের ২৭২টি রুটে বিশেষ সার্ভিসের আওতায় চলবে পাঁচশোরও বেশি পরিবহন। সংশ্লিষ্টরা জানান, মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মিরপুর ও নারায়ণগঞ্জ ডিপো থেকে ঈদের আগে-পরে এক সপ্তাহের জন্য ঈদ সার্ভিস চলবে। টিকিট বিক্রির জন্য কাউন্টারগুলোও প্রস্তুত করছেন তারা।
বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘কেউ যদি আগাম টিকেট কাটতে চায়, আমাদের সে ব্যবস্থা আছে, সেক্ষেত্রে ২-৩ দিন আগে থেকেই দেয়া হবে। যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া হবে। টিকিটের মূল্য বৃদ্ধি হবে না।’ টিকিট ও পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি জানায়, অন্যান্য বছরের মত চুক্তির ভিত্তিতে বাস নেয়া যাবে। তবে এ সুযোগে মধ্যস্বত্বভোগীরা টিকিটের বাড়তি দাম নেয় বলে অভিযোগ পাওয়া যায়। তাই, ব্যক্তিগত উদ্যোগে টিকিট সংগ্রহের পরামর্শ তাদের।
বিআরটিসি’র মতিঝিল ডিপো’র ম্যানেজার মোহাম্মদ নায়েব আলী বলেন, ‘কেউ কোনোভাবে বাস রিজার্ভ নিলে আমাদের কিছু করার থাকে না, ব্যক্তিগতভাবে টিকিট কাটলে সরকার নির্ধারিত ভাড়াই নেয়া হয়।’ চালক ও সহকারীদের বিভিন্ন নির্দেশনার পাশাপাশি গাড়িগুলোতে নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিতেরও আশ্বাস বিআরটিসির।