বিয়েতে সোনার গয়না সবাই পরেন৷ পোশাক ও গয়নার পিছনে এই অনুষ্ঠানে খরচও করা হয় লক্ষ-লক্ষ টাকা৷ কিন্তু এবার বিয়ের পুরো পোশাকটাই হবে সোনার! এমন কথা শুনেছেন আগে? কোনও রূপকথার গল্প নয়৷ বাস্তবেই চিনে শুরু হয়েছে সোনার সুতোয় বোনা বিয়ের পোশাকের ফ্যাশন৷
চিনের ফ্যাশন ডিজাইনাররা শুধু সোনার সুতোয় বানাচ্ছেন এই পোশাক তাই নয়, গোটা পোশাকটাই আপাদমস্তক সোনা দিয়ে মোড়া! সোনায় তৈরি বিয়ের পোশাকের এমনই একটি চমকপ্রদ ফ্যশন শো আয়োজন করেছে চিন। এই পোশাক দেখানোর জন্যই চিন শেনঝেনে একটি শোয়ের আয়োজন করেছে।
এই শোতে প্রায় ১০ কেজি ওজনের সোনা দিয়ে তৈরি ন’টি পোশাকের প্রদর্শনী হয়। ৯.৯৯৯ কেজি ওজনের সোনা দিয়ে তৈরি বিয়ের পোশাক পরে র্যাম্পওয়াকে হাঁটেন চিনের মডেলরা।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৫