১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ আসনের উপ-নির্বাচনে নৌকার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

চট্টগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) চলমান গণসংযোগ করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

গণসংযোগটি নগরীর ঈদগাহ কাঁচারাস্তা থেকে শুরু হয়ে সরাইপাড়ার আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাহাড়তলি বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন কালু, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক লায়ন শওকত হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. তসলিম উদ্দীন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যসহ নগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ