৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে পর্যায়ক্রমে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার রয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তার সরকার আরো নতুন নতুন এলাকা চিহ্নিত করছে।

বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন। ইহসানুল করিম বলেছেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বিদ্যুৎ সংযোগ এবং যোগাযোগের ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিনিয়োগকারীরা প্রয়োজনে নিজ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন।

প্রধানমন্ত্রী প্রেসসচিব বলেছেন, দেশের নাগরিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে অভ্যন্তরীণ বাজার সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা নির্ধারণ করে উত্পাদনের পরমর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ