১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

হ্যালোইন উৎসবে এই বছর ওয়াশিংটনে খরচ হল ৭ বিলিয়ন ডলার

হ্যালোইন উৎসবে এই বছর  ওয়াশিংটনে  খরচ হল ৭ বিলিয়ন ডলার। প্রতি বছর এই সময়ে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় ভূত উৎসব হ্যালোইন। হ্যালোইন নামের এই উৎসবে একে অপরকে ভয় দেখিয়ে থাকে নাগরিকরা। সঙ্গে সকলেই ভূতের কসটিউম পরে একে অপরকে ভয় দেখান। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনেকেই চলতি বছরের হ্যালোইনে এই বিশাল অংকের টাকা খরচ নিয়ে অখুশি। স্যোশাল মিডিয়ায় তুমুল বিতর্কও শুরু হয়েছে।

হ্যালোইন অনুষ্ঠানে প্রত্যেকে বিভিন্নরকম মুখোশ পরে একে অন্যকে ভয় দেখায়। এটাই এই দিনের মজা। প্রতি বছর ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয় হ্যালোইন উৎসব। একা আমেরিকা নয়, চলতি বছরের হ্যালোইন উৎসব ঘিরে সমান উত্তেজনা চখে পড়েছে বিশ্বের প্রায় বিভিন্ন দেশে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ