আপনিও কি একজন হোয়াটসঅ্যাপ ইউজার? তাহলে এই সুযোগে আপনিও সেলিব্রেশন সেরে ফেলুন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মোবাইল মেসেজিং এই পরিষেবা এই মুহূর্তে বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ইউজার ব্যবহার করেন।
সংস্থার সহ-প্রতিষ্ঠারা জ্যান কউম একটি ফেসবুক পোস্টে এই কথা জানিয়ে লিখেছেন, “এখন আমাদের সঙ্গে রয়েছেন ৯০০ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার।” গতবছরের ফেব্রুয়ারি মাসে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এই মেসেজিং পরিষেবা সংস্থা অধিগ্রহণ করে। বিশ্বের সবথেকে বড় অঙ্কের লেনদেনে সেদিন হাতবদল হয়েছিল ১৯ বিলিয়ন মার্কিন ডলার।
মজার কথা হল, কউমের এই ফেসবুক পোস্টে ট্যাগ করা হয়েছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকেও। জুকারবার্গ তাঁকে পালটা ধন্যবাদ জানিয়েছেন। ভারতে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা হল লাইন, ভাইবার ও হাইক।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৮