[english_date]

হোয়াটসঅ্যাপে থাকছে না আর গোপনীয়তা

বর্তমানে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। টেক্সট ম্যাসেজ আদান প্রদান করার পাশাপাশি এখানে ছবিও পাঠানো সম্ভব। তবে এবার এমন একটি অ্যাপ তৈরি করা হয়েছে যার মাধ্যমে কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত ছবি, ম্যাসেজ প্রভৃতি দেখতে পারবে যে কেউ।

ডাচ ইউনিভার্সিটির এক ছাত্র তৈরি করেছে এই অ্যাপটি। Whatsspy নামক সফটওয়্যারটি ব্যবহার করে দেখা গিয়েছে, যে কোনও ব্যক্তির Whatsapp-এর যাবতীয় তথ্য অনায়াসেই জানা যাচ্ছে। মাইকেল জিরিঙ্ক নামে ওই ছাত্র জানিয়েছে, Whatsapp ব্যবহারকারীদের প্রত্যেকটি গতিবিধি ট্র্যাক করতে পারবে Whatsspy। এমনকি প্রাইভেসি স্ট্যাটাস ‘নো বডি’ থাকলেও।

তবে এই সফটওয়্যারটির ব্যাপারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি। তবে অ্যাপটি যদি সত্যি কার্যকরভাবে গোপনীয়তা ভেঙ্গে ছবি, টেক্সট কিংবা অন্যান্য তথ্য দেখা যায়, তাহলে হোয়াটসঅ্যাপ বেশ বিপাকেই পড়বে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ