ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে হোয়াইট হাউজে ইফতারের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সহ মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের৷
সোমবার হোয়াইট হাউজের ‘এক্সিকিউটিভ ম্যানশনের’ সবচেয়ে বড় ঘর ‘ইস্ট রুমে’ আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন অন্তত দেড়শ অতিথি৷ইফতারের আগে ওবামা বলেন, ‘রমজান মাসে মুসলিমরা তাদের ধর্মীয় চেতনার প্রতি আস্থাবোধকে উজ্জীবিত করেন৷আমাদের ধর্মীয় বিশ্বাস যাই হোক, আমরা যে একই পরিবারের সদস্য ও প্রতিটি মানুষ যে সমান, সেই চেতনার প্রতি অবিচল আস্থা রাখি৷’ এর পর ইফতারে আসা অতিথি রাষ্ট্রদূতদের সঙ্গে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট৷ উল্লেখ্য, হোয়াইট হাউজে ইফতার শুরু করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন৷
পোস্টটি যতজন পড়েছেন : ২১৭