হোসেনি দালানে গ্রেনেড হামলায় আহত জামাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
২৩ অক্টোবর গভীর রাতে পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড হামলায় সাজ্জাদ হোসেন সানজু (১৫) নামের এক কিশোর নিহত হয়। আহত হয় শতাধিক। ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার জামাল উদ্দিন মারা যান।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৮