ছুটিতে কাটাতে গিয়ে হোটেলবাস নরকযন্ত্রণা হয়ে উঠল এক পরিবারের৷ ফ্লোরিডার দামী রিসর্টে রাত কাটানোর পর বাড়ির দুই মেয়ের গায়ে দেখা মিলল অসংখ্য লাল লাল দাগ৷ শৌখিন হোটেলে এমন অবস্থা কী করে হল? খোঁজ করতে গিয়ে তোষকের তলা থেকে দেখা মিলল অসংখ্যা ছারপোকার৷
ছুটির আনন্দ যে এমন করে ছারপোকার কামড়ে ছারখার হয়ে যাবে ভাবেননি স্ট্রেবল পরিবার৷ দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে তাঁরা উঠেছিলেন ফ্লোরিডার এক নামী হোটেল৷ ওক গাছে ঘেরা এ হোটেল পর্যটকদের বেশ পছন্দের৷ ছুটির দিনগুলো যাতে মাঠে মারা না যায়, তাই এই হোটেলটিকেই বেছে নিয়েছিলেন তাঁরা৷ কিন্তু সে গুড়ে বালি৷ সকালে এক মেয়ের শরীরে দেখা গেল ২০৬ টি কামড়ের দাগ৷ অন্যজনের শরীরে ১০৫ টি৷ কী থেকে এমন হতে পারে প্রথমেই ভেবেই পাচ্ছিলেন না স্ট্রেবল দম্পতি৷ কিন্তু বিছানার তোষকটা ওল্টাতেই তাঁদের চক্ষু চড়কগাছ৷ অসংখ্য ছারপোকা গিজগিজ করছে সেখানে৷ ছিমছাম হোটেলের এহেন পরিষেবায় ক্ষুব্ধ দম্পতি তখনই হোটেলের নামে বিজনেস ও প্রফেশনাল রেগুলেশন বিভাগে অভিযোগ জানান৷ তাঁদের অভিযোগ পেয়ে হতবাক হোটেল কর্তৃপক্ষও৷ রিসর্টের মুখপাত্র গ্রেস ভেলেজ জানিয়েছেন, এরকম অভিযোগ তাঁরা এই প্রথম পেলেন৷ তাঁদের ২৪২ ঘরের মধ্যে ৯৬ শতাংশইভর্তি থাকে৷ এরকমটি কখনও হয়নি৷
অবশ্য রেকর্ড বলছে ২০১৩ সাল থেকে আরও দু’বার নাকি এই হোটেলের বিরুদ্ধেই একই অভিযোগ উঠেছে৷ স্টেট রেকর্ডে তা নথিবদ্ধও আছে৷ কিন্তু কী আশ্চর্য, স্টেট ইনস্পেক্টররা নাকি কোনওবারই একটিও ছারপোকা খুঁজে পাননি৷ স্ট্রেবল কন্যাদের শরীরে লাল দাগে এবার তাঁদের চোখ খোলে কি না, সেটাই দেখার৷