হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ১৫ জন পুলিশের। কলম্বিয়ার উত্তর-পশ্চিম দিকে এই ঘটনা ঘটেছে। আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে পুলিশ। একটি জঙ্গলের মধ্যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
দেশের সবথেকে ভয়ঙ্কর ড্রাগ স্মাগলিং গ্যাং-এর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারি থেকে এই অভিযান চালানো হচ্ছিল। খোঁজ চলছিল ড্রাগ মাফিয়া ওটোনিয়েল উসাগার। তাকে ধরে দিতে পারলে ৫০ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছিল আমেরিকা। যান্ত্রিক গোলোযোগের কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৯৭