[english_date]

হৃতিক সোনমের প্রেম!

‘ধীরে ধীরে’ হৃতিকের জীবনে আবার হাজির প্রেম। অনিল কন্যা সোনমের প্রেমে পড়েছেন ছোটা রোশান। যদিও ব্যাপারটি মোটেও এক তরফা নয়। প্রকাশ্যে সোনমও জানিয়েছেন, তার স্বপ্নের পুরুষ হৃতিক। তাইতো চুটিয়ে রোম্যান্স করছেন দু’জনে। এক মিনিট রিয়েল নয়,  কথা হচ্ছে রিল দুনিয়ার। হ্যাঁ! এতক্ষণ আমি অনস্ক্রিন রোম্যান্সের কথাই বলছিলাম। প্রথমবার একসঙ্গে হৃতিক-সোনম জুটি। তবে কোনও ছবিতে নয়, একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে এই নতুন রসায়ন। সম্প্রতি টুইটারে এই গানের লিঙ্কও শেয়ার করেছেন হৃতিক।

মিউজিক প্রোডিউসার গুলশন কুমারের প্রতি শ্রদ্ধা জানাতে ৯০-এর দশকের সিনেমা ‘আশিকির’ থেকে ‘ধীরে ধীরে’ গানটি রিমেক করতে চলেছেন হানি সিংহ।  সেখানেই দেখা যাবে এই জুটিকে। সঙ্গীত পরিচালক নাদিম শ্রাবণের সুরে সে সময় তুমুল জনপ্রিয় হয়েছিল গানটি। সিনেমাটিতে ছিলেন রাহুল রায় এবং অনু অগ্রবাল। আর রিমেকে থাকছে হৃতিক-সোনম। উল্লেখ্য এই গানটি কুমার শানুর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ