[english_date]

হৃতিকের কাছে ফিরছেন সুজান খান!

আবার জমছে তাঁদের! হৃতিক রোশন এবং সুজান খানের লাভ স্টোরিটা ঠিক যেন এক রোম্যান্টিক ফেয়ারিটেল। দীর্ঘ দাম্পত্যের পর বিবাহ-বিচ্ছেদ হয়েছে। এদিকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃতিকের সম্পর্ক নিয়ে তুমুল জলঘোলা হওয়ার মাঝেই সোশ্যাল ওয়ার্ল্ডে প্রাক্তন স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন সুজান।

এর পর ছোট ছেলের জন্মদিনেও একসঙ্গে দেখা গিয়েছিল এই প্রাক্তন দম্পতিকে। ব্যাস তাতেই সাবার। বি-টাউনে জোর জল্পনা শুরু হয়েছিল, ফের কি সম্পর্ক জোড়া লাগছে তাঁদের?

এই জল্পনার মধ্যেই ফের একসঙ্গে পার্টি করলেন হৃতিক-সুজান। গত বুধবার রাতে দু’জনের কমন ফ্রেন্ড অনু দেওয়ানের মুম্বইয়ের ফ্ল্যাটের পার্টিতে হাজির ছিলেন তাঁরা। সেখানে ছিলেন ক্রিকেটার জাহির খান এবং সুজানের তুতো ভাই ফারদিন খান। মিডিয়ার কাছে এই প্রাইভেট পার্টির ছবি প্রকাশ্যে না আনারও অনুরোধ জানিয়েছেন তাঁরা।

প্রশ্ন একটাই, পোস্ট কঙ্গনা চ্যাপ্টারে ফের কি হৃতিকের জীবনে ফিরছেন সুজান? উত্তর দেবে সময়।তবে অপেক্ষায় থাকুন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ