আর্থনিউজ২৪: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি [review] দেয়া হয়েছে। এ বিষয়ে ইমরান বলেছেন, ‘সকাল ১০টা ১৯ মিনিটে আরাফ আল ইসলাম নামে একটি ফেইসবুক আইডি থেকে হুমকি দেয়া হয়। সেখানে বলা হয়, বিদেশি নাগরিকদের মতো করেও আমাকে হত্যা করা হবে।’
হুমকি সম্বলিত ফেইসবুক পাতার স্ক্রিনশট নিজের ফেইসবুক পাতায় শেয়ার করেছেন ইমরান। তিনি লিখেছেন, ‘সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশিদের মতো করে আমাকে হত্যা করা হবে। পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাই[review]ল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৮১