১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হুমকির মধ্যেই শ্যুটিংয়ে সালমান, কতটা নিরাপত্তায় ভাইজান?

একের পর এক খুনের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। গত বৃহস্পতিবার রাতেও খুনের হুমকি পেয়েছেন তিনি। প্রেরকরা হলেন, সেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং।
সর্বশেষ, সেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং মুম্বাইয়ের ট্র্যাফিক কন্ট্রোল রুমে বৃহস্পতিবার রাতে সালমানকে হুমকিবার্তা দেয়। আর এই হুমকির নেপথ্যে রয়েছে একটি গান। এই গানটি সালমানের সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংকে যুক্ত করেছে বলে গ্যাং দলটির দাবি।
এ ঘটনায় নতুন করে চটেছে বিষ্ণোই গ্যাং। ওই গান যিনি লিখেছেন, তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছে তারা। সালমনকে চ্যালেঞ্জ ছুড়ে বলা হয়েছে, সেই লেখককে বাঁচিয়ে দেখাতে। তবে এত প্রতিবন্ধকতাতেও কাজ থামাননি সালমান খান। কড়া নিরাপত্তা নিয়ে শুরু করেছেন আগামী ছবির শ্যুটিংয়ের কাজ।
শ্যুটিংয়ের কাজে বৃহস্পতিবার রাতে হায়দরাবাদে পৌঁছেছেন সালমান খান। আপাতত কয়েকদিন শ্যুটিংয়ের কাজে সেখানেই থাকবেন সালমান, এমনটাই খবর। তবে ক্রমাগত হুমকির জেরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। শোনা যাচ্ছে, চতুর্থ স্তরের নিরাপত্তা বলয়ে রয়েছেন সালমান। শ্যুটিং সেটেও হাজির থাকছে সেই সমস্ত নিরাপত্তারক্ষীরা। সালমান ইতোমধ্যেই ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছেন। এরপরে আরও কড়া নিরাপত্তা বলয়ে রয়েছেন ভাইজান।
অন্যদিকে খুনের হুমকি পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। তাকে বলা হয়েছে ৫০ লক্ষ টাকা দিলে তাকে নিষ্কৃতি দেওয়া হবে। এরপরে বাড়ানো হয়েছে শাহরুখ খানের নিরাপত্তাও।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ