১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হুজুরের পানি পড়া ভেবে দুই বোনের বিষপান

বান্দরবানে জেএসএস এর বাধার মুখে আ.লীগের সভা পন্ডমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা পৌরসভার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের পূর্ব পাড়ায় হুজুরের পড়া পানি ভেবে বাসুডিন নামক কীটনাশক পান করেছে দুই বোন। এরা হল পূর্বপাড়ার বাসিন্দা আবু শামার মেয়ে তৃষ্ণা বেগম (১৪) ও আবদুল হাই এর মেয়ে ছামিয়া বেগম (১৫)। বিষপান করা দুই বোনকে লামা হাসপাতালে নিয়ে আসলে তৃষ্ণা বেগমের অবস্থা আশংকা জনক হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তৃষ্ণার পেটে ব্যাথা শুরু হয়। এসময় তার পার্শ্ববর্তী জেঠাত বোন ছামিয়া তাকে দেখতে আসে। হুজুরের পড়া পানি ভেবে ভূল করে ঘরের বোতলে রতি বাসুডিনের পানি পান করে তৃষ্ণা। তৃষ্ণাকে পানি পান করতে দেখে পবিত্র মনে করে ছামিয়াও একই পানি পান করে। সম্পর্কে তারা চাচতো-জেঠাত বোন। পরে স্বজনেরা তাদেরকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শফিউর রহমান মজুমদার দুই বোনের বিষপানের সত্যতা নিশ্চিত করে বলেন, তৃষ্ণা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকালে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ