রাজশাহী: নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের রাজশাহীর আঞ্চলিক প্রধান মাহমুদুর রহমান অভিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে নগরীর তেরখাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের (পিবিআই) পরিদর্শক আনোয়ার আলী জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের রাজশাহী অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহমুদুর রহমান। তিনি গোপনে দলের সদস্য বাড়ানো ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন। পুলিশ গোপনে খবর পেয়ে ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৫