[english_date]

হিন্দু রীতির সকল নিয়ম মেনে সমকামী বিয়ে

ভারতের কলকাতায় হিন্দুশাস্ত্র অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই নারী সমকামী। একটি ফেসবুক পেজের পোস্টের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় দৈনিক ‘এবেলা’।

ভারতীয় সমকামীদের বিষয়ে নিয়মিত লেখা প্রকাশিত হয়, এইরকম একটি পত্রিকার ফেসবুক পেজে তাঁদের বিয়ের ছবি প্রকাশিত হয়েছে বলে জানায় পত্রিকাটি। ফেসবুকে প্রকাশিত হওয়ার পরে ছবিটিতে অসংখ্য লাইক পড়ে ও শেয়ার করা হয়।  বিয়ের পর এই গোটা বিষয়টি রীতিমতো উপভোগ করছেন নববিবাহিত যুগল।

কলকাতায় এর আগে সব আনুষ্ঠানিকতা মেনে এমনভাবে সমকামী বিয়ের দৃষ্টান্ত নেই বলে জানা গেছে। ফেসবুকে এই রকম বিয়ের অনুষ্ঠানের ছবি দেখে তাই অনেকে বিস্ময় প্রকাশ করলেও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। সঙ্গী বাছতে যে নিজস্ব স্বাধীনতা থাকা উচিত তার পক্ষে অনেকেই মতামতও দিয়েছেন শুভেচ্ছার সঙ্গে। অজস্র শুভেচ্ছা বার্তার বিনিময়ে ওই পত্রিকার ফেসবুক পেজে সকলকে ধন্যবাদ জানিয়েছেন নববিবাহিত যুগল।

গত জুন মাসে আমেরিকার সুপ্রিম কোর্ট সব অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়েছে। তবে ভারতে এখনও সমলিঙ্গের বিয়ে আইনত বৈধ নয়। এই পরিস্থিতিতে কলকাতায় এই দু’জনের বিয়ে নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে। রাজ্য ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারপার্সন মানবী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ধরনের বিয়ে আরও হোক। সামাজিক অনুশাসন মানুষের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে না। সঙ্গী বাছার স্বাধীনতা সকলের থাকা উচিত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ