৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড

ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ হলো ঈদ কার্ড। তবে প্রযুক্তির রাজত্বে অচল হয়ে পড়ছে কাগুজে ঈদ কার্ডের ব্যবহার। আর এ স্থলে এখন জায়গা করে নিয়েছে ই-কার্ড, মুঠোফোনের ক্ষুদেবার্তা, ইমেইল, ফেইসবুক, টুইটার ইত্যাদি। তবে অধিকাংশের ধারণা- ভার্চুয়াল শুভেচ্ছা মাধ্যমগুলো আজও ছাপিয়ে যেতে পারেনি কাগুজে ঈদ কার্ডের আবেদনকে। বিখ্যাত মনীষীর উক্তি, প্রিয় গানের লাইন কিংবা কবিতার পঙক্তি দিয়ে সাজানো রঙ-বেরঙের কাগুজে ঈদ কার্ডের প্রচলন এখন নেই বললেই চলে। সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেই কাগুজে ঈদ কার্ডের রাজত্বে থাবা বসিয়েছে প্রযুক্তি।

ইন্টারনেট আর মোবাইল এসএমএস জনপ্রিয় হয়ে ওঠায় হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড। ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে উঠছে তরুণ-তরুণীরা। প্রযুক্তির এ যুগেও নগরীর বিভিন্ন গিফট কর্নারগুলো ঈদ আয়োজনে রেখেছে নানা নকশা আর ডিজাইনের ঈদ কার্ড। আছে ক্যালিগ্রাফির ছাপ। তবে আগের মতো হয় না বেচাকেনা।

এতোকিছুর পরও এখনও যারা শুভেচ্ছা জানানোর এই ধারা বজায় রেখেছেন তাদের তৃপ্তিও যেন কম নয়।  শুভেচ্ছা বিনিময় ধারায় প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়লেও কাগুজে ঈদ কার্ডের গুরুত্ব আছে আগের মতোই, মত বিশ্ববিদ্যালয় শিক্ষকের। ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান সাঈদ মিজানুর রহমান বলেন, ‘ঈদ কার্ডের প্রচলন কখনও হারিয়ে যাবে না। যা বদলায় না তা পুরাতন, যা বদলায় তাই সুন্দর। পৃথিবী বদলায় বলেই তা সুন্দর।’সময়ের পরিবর্তনে কাগুজে ঈদ কার্ডের প্রচলন কমলেও এর আবেদন ফুরাবে না বলেও অভিমত সাধারণ মানুষের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ