[english_date]

হামলার তথ্য থাকায় বেলজিয়ামে নববর্ষের উৎসব বাতিল

বেলজিয়ামে আতশবাজি পুড়িয়ে বর্ষবরণের উৎসব পালন করা বহু বছরের ঐতিহ্য। গত বছরও বেলজিয়ামের  ব্রাসেলসে বর্ষবরণের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন এক লাখ মানুষ। কিন্তু এবার সন্ত্রাসী হামলার আশঙ্কায় নতুন বছরের আতশবাজির অনুষ্ঠান হচ্ছে না। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লর্স মাইকেল বলেছেন, হামলা হতে পারে এ রকম তথ্য পাওয়ার পরই নববর্ষের উৎসব বাতিল করা হয়েছে।

ব্রাসেলসে থার্টি ফার্স্টের ওই অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল এমন সন্দেহভাজন দুই ব্যক্তিকে এ সপ্তাহের শুরুতে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পরপরই  বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছিল যা এখনো বহাল রয়েছে।

বুধবার রাজধানী ব্রাসেলসের মেয়র ইভান মাইওর বলছেন, নববর্ষের আতশবাজি উৎসবে যে বিপুল সংখ্যক মানুষ আসবেন, তাদের প্রত্যেককে তল্লাশি করা সম্ভব নয়। এছাড়া এত মানুষের জীবনের ঝুঁকি নেয়া সম্ভব নয়। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবার সঙ্গে আলোচনা করেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ