বিয়ের পরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শাহিদ। তাই হানিমুনে যেতে একটু দেরি হয়ে গেল নায়কের। নববধূ মীরাকে নিয়ে শাহিদ পাড়ি দিলেন সমুদ্র পাড়ে। মধুচন্দ্রিমার একান্ত নিজেদের দিনগুলি শাহিদ-মীরা কাটাচ্ছেন লন্ডনে।
গত ৭ই জুলাই দিল্লী নিবাসী মীরা রাজপুতকে বিয়ে করেন বলিউডের মোস্ট এলিজেবেল ব্যাচেলার শাহিদ কাপুর। তবে বিয়ের পরই ‘ঝলক দিখলাজা’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন হায়দারি নায়ক। তাই সেই সময় হানিমুনে যেতে পাড়েননি। তবে এখন সময় পেতেই হানিমুনটা সেরে ফেলতে উড়ে গেলেন লন্ডনে। বলিঅন্দরের খবর, হানিমুনের জন্য শাহিদ-মীরার প্রথম পছন্দ ছিল ইউরোপ। পরে অবশ্য লন্ডন শহরকে বেছে নিয়েছেন তাঁরা।
গ্ল্যাম কন্যে নয় সাধারণ মেয়ে মীরা। একটি ধর্মীয় সংস্থার সূত্রে মীরার সঙ্গে যোগাযোগ শাহিদের। তারপর প্রেম। সে প্রেম গড়াল বিয়ের সানাইয়ে।