সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে দুপুর ১টায় জামিন শুনানির সময় আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার সকালে বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ লিটনের আইনজীবীকে এ নির্দেশ দেন।
এর আগে রবিবার সুন্দরগঞ্জে এক শিশুর পায়ে গুলি করার অভিযোগ নিয়ে ‘আত্মগোপনে’ থাকা গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে গত ২ অক্টোবর সৌরভ মিয়া (৯) নামে একটি শিশু আহত হয় বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন লিটন। আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৮১