সৌদি আরবের মিনা দুর্ঘটনায় নিহত বাংলাদেশি হাজিদের লাশ ফিরিয়ে আনার বিষয়ে অনুমতি দেয়নি সৌদি সরকার জানিয়েছেন ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান।
রোববার দুপুরে সবিচালয়ে এ বারের হজ বিষয়ে ব্রিফিং করেন তিনি।
এ সময় তিনি আরো জানান, মিনা দুর্ঘটনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশির সংখ্যা ৭৯ জন এবং নিখোঁজ রয়েছেন ৭০ জন।
তিনি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, সে অনুযায়ী মিনা ট্র্যাজেডিতে নিহতদের মধ্যে ৭৯ জন বাংলাদেশি হাজি রয়েছেন। আর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৭০ জনের মতো। উভয় সংখ্যাই বাড়তে পারে। আর হজ পালন করতে গিয়ে ১২৯ জন বাংলাদেশির স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০৫ পুরুষ ও ২৪ নারী।
ধর্ম সচিব বলেন, সৌদিতে হজে গিয়ে যদি কেউ মারা যান, তবে তার লাশ স্বদেশে ফেরত পাঠানোর রেওয়াজ নেই। যদিও মিনায় অস্বাভাবিক এ মৃত্যুর কারণে ইরান কিছু ফেরত নিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৫৮