বিশ্বের অন্যতম সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রীরা দিন দিন হলিউড মুখি হচ্ছে । ঐশ্বরিয়া রাই, অমিতাভ বচ্চন, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের পর এবার সে পথেই চলেছেন ‘কিক’ খ্যাত তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ!
প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন সদ্য হলিউডে পা রেখে রীতিমত কাঁপন তুলেছেন । এরইমধ্যে প্রিয়াঙ্কা সেখানকার টিভি সিরিজ কোয়ান্টিকোতে অভিনয় করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন। প্রথমবারের মত ভারতীয় হিসেবে ছিনিয়ে এনেছেন পিওপল চয়েস অ্যাওয়ার্ড। আর সদ্য হলিউড সুপারস্টার অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’-এর নতুন ছবির শুটিং শুরু করেছেন দীপিকা পাডুকোন। আর একই পথে পা রাখতে চলেছেন জ্যাকুলিন। জ্যাকুলিনের হলিউড যাত্রা পাকাপাকি না হলেও শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। কারণ এখন নাকি সে বিষয়টি নিশ্চিত করতেই লস অ্যাঞ্জেলসে গেছেন জ্যাকুলিন।
প্রসঙ্গত, বর্তমানে ‘ঢিসুম’-নামের একটি ছবির জন্য আবুধাবিতে আছেন জ্যাকুলিন। শুটিংয়ের মাঝেই সময় বার করে লস অ্যাঞ্জেলস গেছেন তিনি। ঢিসুমে জ্যাকুলিনের সঙ্গে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও জন আব্রাহাম। চলতি বছরের মাঝামাঝিতেই ছবিটি মুক্তির কথা রয়েছে।