টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে তার সহধর্মিনী নাসরিন সিদ্দিকীসহ আরো দুজনের মনোনয়পত্র বাতিল করা হয়েছে।
স্বতন্ত্রপ্রাথী আব্দুল আলীম এর দাখিলী মনোনয়পত্রে ১% ভোটার স্বাক্ষর পত্রে স্বাক্ষকারী একজনকে খুঁজে পাওয়া যায়নি। অন্য একজন বলেছেন তিনি স্বাক্ষর করেননি এবং প্রার্থীকে চিনেন না। জাতীয় পাটি (জাপা) প্রার্থী সৈয়দ মুক্তার হোসেন এর দলীয় মনোনয়ন না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলে প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। মনোনয়নপত্র বাতিলের পর পরই এ হরতালের ঘোষণা দেয় দলটি।
রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানান, কাদের সিদ্দিকীকে ঋণ খেলাপি উল্লেখ করে সোমবার রাত ৮টার দিকে ফ্যাক্সযোগে চিঠি পাঠিয়েছে ব্যাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। ওই ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কাদের সিদ্দিকী একজন ঋণ খেলাপি। বেশ কয়েক বছর আগে সোনার বাংলা প্রকৌশলী সংস্থা অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ নিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী হওয়ায় এই ঋণের দায়ভার কাদের সিদ্দিকীর উপরই বর্তায়।
১১ অক্টোবর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং তার স্ত্রী বেগম নাসরিন সিদ্দিকী, দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী ও কালিহাতী উপজেলা কমিটির সভাপতি হাসমত আলী। রোববার দুপুরে কালিহাতী উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন তারা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই চারজন ছাড়া আরও ছয়জন অর্থাৎ মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান (সোহেল হাজারী), স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম, জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আতাউর রহমান খান, জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ মোস্তাক হোসেন রতন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইমরুল কায়েস।
২১ অক্টোবর বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১০ নভেম্বর ভোট গ্রহণ। কালিহাতী উপজেলার ১৩ ইউনিয়ন, কালিহাতী পৌরসভা এবং এলেঙ্গা পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৪ আসন গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৪৭৩ জন। আসনে ভোট কেন্দ্র রয়েছে মোট ১০৭টি।