টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হ্ওয়ায় বুধবার টাঙ্গাইলে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে কৃষক শ্রমিক জনতা লীগ।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেওয়া হয়েছিল।
আজ বেলা পৌনে ১টার দিকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ খেলাপির দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর প্রতিবাদে হরতাল ডাকা হয়। পরে বিকাল ৩টার দিকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ৯২