[english_date]

হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগের বিক্ষোভ সমাবেশ

জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করে তারা।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমান সভাপতিত্ব করেন। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেন, জামায়াতের ডাকা হরতাল বাংলার মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ দেশের মানুষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন দেখতে চায়, কোন নৈরাজ্য এবং দেশ বিরোধী কর্মকাণ্ড দেখতে চায় না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম  সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, দক্ষিণ যুবলীগের সহসভাপতি আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, ইব্রাহীম খলিল মারুফ, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ, স্বাস্থ্য সম্পাদক সৈয়দ মাসিদ শুভ এবং উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক আলতাব হোসেন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ