হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসির সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল কাইয়ুম (৩০), জহুর আলী (৪০), আতাউর (৩৫), কামরুল হাসান (৫০), তোফাজ্জল (২৫), মামুন (২০), গোলাপ মিয়া (৬০), ওয়াজিত (৫০), শিবলু (৩০), আবু তাহের (৬০), জুলহাস (২৫), বাবুল (৩৫), পলাশ (১৫), আবু মিয়া (৫০), আফজল (৪০), নুরুল আমিন (১৭) ও আব্দুল আহাদকে (৩৫) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, হলদারপুর গ্রামের ফুল মিয়ার ছেলে শোয়েব মিয়া মঙ্গলবার রাতে একই গ্রামের সজলু মিয়ার ছেলে রুবেল মিয়ার দোকানে বাকিতে মোবাইল ফোনে রিচার্জ করতে যায়। রুবেল বাকি দিতে না চাইলে দু’জনের মধ্য কথা কাটাকাটি হয়।
এর জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্র্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।