২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কবিতা (১৫) নামের স্কুলছাত্রীকে এসএসসি নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘাতক যুবককে আটক করেছে।
কবিতা ঢাকা জেলার ধামরাই উপজেলার রাম রাবম গ্রামে সাগর মনি দাসের মেয়ে। সে কালিয়াকৈর উত্তর গজারিয়া গ্রামে নানার বাড়ীতে থেকে বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়ের পাশে বোর্ড ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানা উপ-পরিদর্শক শহিদ জানান, কবিতা এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে গণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ নবম ব্যাচের ছাত্র বিক্রম (২২) তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা কবিতাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঘটনায় অভিযুক্ত বিক্রমকে আটক করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, প্রেম ঘটিত কারণে এ হত্যাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ