রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার দায় আবারো স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস। জাপানের টেলিভিশন এনএইচকে জানিয়েছে এই জঙ্গি সংগঠনের পরিচালিত একটি ইন্টারনেট রেডিও স্টেশনে দাবি করা হয়েছে, সংগঠনটির বাংলাদেশ শাখা রংপুরে শনিবার জাপানি নাগরিক হোসি কোনিওকে হত্যা করেছে।
গত শনিবার দিন সকালে ৬৬ বছর বয়সী কুনিও হোশিকে রংপুরে গুলি করে হত্যা করা হয়। হোশি রংপুরে একটি কৃষি প্রকল্পে কাজ করছিলেন। ওই ঘটনার দিনে টুইটারে একটি বিবৃতিতে ইসলামিক স্টেটসের কথিত বাংলাদেশি শাখা এই হত্যার দায় স্বীকার করে। এনএইচকে জানায়, রবিবার আইএস পরিচালিত ইন্টারনেট রেডিও স্টেশন থেকে স্বঘোষিত বাংলাদেশ শাখার অনুরূপ বিবৃতি প্রচারিত হয়। বিবৃতিতে বলা হয়, আইএস এর বাংলাদেশ শাখার সদস্যরা এই জাপানি নাগরিকের অবস্থান খুজে বের করে এবং গুলি করে হত্যা করে। এই হত্যার কারণ হিসেবে বলা হয়, জাপান মার্কিন বাহিনীর সঙ্গে আইএস বিরোধী যুদ্ধে যোগ দিচ্ছে। এই বক্তব্যের সত্যতা এখনো নির্ধারণ করা যায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার সঙ্গে আইএস সন্ত্রাসীদের সংযোগ থাকার কথা নাকচ করে দিয়েছে। এই ঘটনায় দুই বিএনপি নেতা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।