শিগগিরই বাংলাদেশ থেকে সৌদি আরব, মালদ্বীপ, শ্রীলংকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ সমুদ্র উপকূলবর্তী দেশ সমূহের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচল করবে। হজ মৌসুমে জাহাজে করে সৌদি আরব যাতায়াতের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন ও আফরোজ শিপিং লাইনের মধ্যে এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক সই হয়েছে।
এতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কমডোর হাবিবুর রহমান ভূইয়া এবং আফরোজ শিপিং লাইনের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোমিনুল ইসলাম চৌধুরী স্বাক্ষর করেন। এসময় নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান ও বাংলাদেশে ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার মার্ক ক্ল্যাটেন উপস্থিত ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : 324