১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে বাবা-মেয়ের। এই ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের রুপগঞ্জ বাজার এলাকার ডলফিন হোটেলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেরস্বরপুর গ্রামের উকিল মুন্সী (৬০) ও তার মেয়ে খাদিজা খাতুন (৩০)।
 
আহতরা হলেন-খাদিজার মেয়ে ইভা (২), মহাসিন (২৮), জাহাঙ্গীর (৩০), আলমগীর (৩০), কুদ্দুস (৩৫) ও শিউলি (২৮)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক শহরের ডলফিন হোটেলের সামনের সড়কে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উকিল মুন্সী ও তার মেয়ে খাদিজা ঘটনাস্থলে নিহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ