সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চুয়াডাঙার দামুড়হুদায় আহত শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক । ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার রাতে তিনি মারা যান।
নিহতের পরিবারের সুত্রে জানা যায়- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মেম্বার আব্দুর রহমান এর ছেলে শফিকুল ইসলাম বৃহস্পতিবার যশোর থেকে দামুড়হুদা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এবং ওইদিন শুক্রবার রাতে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার পিরপুর গ্রামে আজ শনিবার বিকেলে মরদেহ দাফন করা হবে।