[english_date]

স্যার শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর

স্যার শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুর পৌনে একটার দিকে এই হাসপাতালে আসেন শ্যামল কান্তি। তিনি চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীকে মারধর ও ‘ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে জাতীয় পার্টির স্থানীয় সাংসদ এ কে এম সেলিম ওসমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে গত শুক্রবার প্রকাশ্যে শিক্ষক শ্যামল কান্তিকে মারধর ও কান ধরে উঠ–বস করানো হয়। ওই দিন খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হন তিনি।

পরে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।বর্তমানে তার পদ বহাল আছে।

এ ঘটনায় সাংসদ সেলিম ওসমানসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া কয়েক দিন ধরেই দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।সমাজের সর্বস্তরের সচেতন মানুষ নিজের কানে ধরে ছবিসহ তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করে প্রতিবাদ জানাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ