১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্যার ফজলে হাসান আবেদ বিশ্ব খাদ্য পুরস্কারে ভূষিত

বিশ্ব খাদ্য পুরস্কার গ্রহণ করলেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। তিনি দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামরত নারীদের উৎসর্গ করেছেন এই পুরস্কার।

ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের আইওয়ায় ফজলে হাসান আবেদের হাতে এই পুরস্কার তুলে দেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান তৃতীয় জন রুয়ান। গত জুলাই মাসেই এ পুরস্কারের জন্য স্যার আবেদের নাম ঘোষণা করেছিল ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন।

ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ক্ষুধাপীড়িত জনগোষ্ঠীর জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বণ্টনে ‘অনন্য অবদানের জন্য’ ফজলে হাসান আবেদকে এ পুরস্কার দেয়া হয়েছে।

আবেদ জানান, এই পুরস্কার শুধু আমার একার নয়। এর পেছনে প্রকৃত নায়ক দরিদ্ররাই। বিশেষ করে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামরত নারীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ