৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্মার্টফোন—‘রিফ্লেক্স’ যা ইচ্ছেমত বাঁকাতে পারবেন !

reflex-bigকানাডার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবার এমন ধরনের এক ফোন তৈরি করেছেন যা আপনি চাইলে ইচ্ছেমত বাঁকাতে পারবেন। কানাডার কুইনস বিশ্ববিদ্যালয়ের হিউম্যান মিডিয়া ল্যাবের প্রযুক্তিবিদরা বানিয়ে ফেলেছেন বিশ্বের প্রথম ফ্লেক্সিবল স্মার্টফোন—‘রিফ্লেক্স’। হাতের চাপে এটি বাঁকান যাবে। । কাজ হয়ে গেলে ফোনটি আবার ফিরে যাবে তার পুরনো আকৃতিতে।
ফোনটি এমনভাবেই তৈরি করা হয়েছে যে- ডানদিকে বাঁকালে অনেকটা বইয়ের পাতা ওল্টানোর মতো করেই একটি পেজ থেকে অপর একটি পেজে যাওয়া যাবে। যতবেশি বাঁকানো যাবে ফোনটি ততো দ্রুতগতিতে উল্টাবে পাতা, আর পাতা উল্টানোর সময় মৃদু কম্পন টের পাবেন ব্যবহারকারীরা।’রিফ্লেক্সে’ রয়েছে একটি ৭২০ পিক্সেল এইচডি ফ্লেক্সিবল ওলেড ডিসপ্লে এবং অ্যানড্রয়েড ৪.৪ অর্থাৎ কিটক্যাট ভার্সন অপারেটিং সিস্টেম। ডিসপ্লের পিছনেই রয়েছে ‘ফোর্স সেন্সর’। কতটা চাপ পড়ছে স্মার্টফোনে তা ‘সেন্স’ করবে এই ফোর্স সেন্সরগুলি এবং সেই অনুপাতে ফোনের অ্যাপগুলিও নিজেদের ডিসপ্লে পরিবর্তন করবে।
আধুনিক রেসপন্সিভ অ্যাপ ডিজাইনিং প্রযুক্তি অনুযায়ী সব মোবাইল অ্যাপই ডিভাইসের যে কোনও আকার আয়তনের সঙ্গে মানিয়ে নেয়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটছে কিন্তু অভিনব হল ফোনের হার্ডওয়্যার যাতে কোনও প্রভাব পড়ে না ফোনটি বেঁকে গেলেও। গবেষক দলের বক্তব্য, গেম খেলার সময় সবচেয়ে বেশি কাজ দেবে এই ফ্লেক্সিবল স্মার্টফোন।

দিনের পর দিন নতুন নতুন উদ্ভাবন আমাদের পাল্টে দিচ্ছে এবং পৌঁছে দিচ্ছে নতুন মাত্রায়। প্রযুক্তি মানুষকে একসময় এতটা বুঁদ করে রাখবে যাতে মানুষ খুব অলস হয়ে পরবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ