মঙ্গলবার থেকে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার চালু করল তাদের গ্রুপ চ্যাট-সহ নয়া একগুচ্ছ ফিচার। ট্যুইটার প্রোডাক্ট ডিরেক্টর জিনেন কামদার জানিয়েছেন, ট্যুইটারে ব্যক্তিগত কথাবার্তা সহজেই বলা যায়। এবার নিজের কথাকে বিশ্বের কাছে পৌঁছে দিতেও ব্যপক সাহায্য করবে এই মাইক্রো ব্লগিং সাইট।
কীভাবে কাজ করবে এই গ্রুপ চ্যাট?
একজন ট্যুইটার ব্যবহারকারীর যারা ফলোয়ার্স রয়েছেন, তাদের মধ্যেই গ্রুপ চ্যাট করা যাবে। তার জন্য একজন ফলোয়ার্সের আরেকজন ট্যুইটার ব্যবহারকারীকে ফলো করার দরকার পড়বে না। এবার থেকে একসঙ্গে ২০ জনকে একসঙ্গে মেসেজ করা যাবে ইনবক্সে।
পাশাপাশি স্মার্টফোনের জন্য আরও উন্নত ফিচারসও নিয়ে এল এই মাইক্রো ব্লগিং সাইট। এবার থেকে ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপস শেয়ার করা যাবে ট্যুইটারে।
পোস্টটি যতজন পড়েছেন : 301