হিউ জ্যাকম্যান আবার স্কিন ক্যানসারের জন্য চিকিৎসা করালেন । এর আগেও একবার ‘উলভারিন’ তারকার নাকে ক্যানসার ধরা পড়েছিল। এবারও নাকেই ক্যানসার ধরা পড়ল ।
ইনস্টাগ্রামে নাকে ব্যান্ডেজ করা একটি ছবি পোস্ট করে জ্যাকম্যান লিখেছেন, ‘সানস্ক্রিন না লাগালে কী হয়, তার একটা উদাহরণ! দয়া করে, নিয়মিত চেক-আপ করান আর সানস্ক্রিন ব্যবহার করুন।’
জ্যাকম্যান তার শরীর-স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন। কিন্তু তার বউ ডেবোরা-লি ফার্নেস আবার সচেতন। আর এই সচেতন বউয়ের কারণে অল্পের জন্য স্কিন ক্যানসার থেকে বাঁচলেন ‘প্রেস্টিজ’ তারকা। এবার যদি স্ত্রী তাঁকে চেক-আপে না পাঠাতেন, জ্যাকম্যানের যে কী হতো, আফসোস তার ভক্তদের! ২০১৩ সালে একই ধরনের বেসাল-সেল ক্যারিনোমার শিকার হয়েছিলেন জ্যাকম্যান।
পোস্টটি যতজন পড়েছেন : ৭২