১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বামীর পরকীয়ার জেরে সন্তান সহ স্ত্রীর আত্মহত্যা

স্বামীর পরকীয়ায় পারিবারিক কলহ সৃষ্টির কারণে দুই সন্তানসহ গৃহবধূর বিষপানের ঘটনা ঘটেছে। এতে গৃহবধূ পাপিয়া খাতুন (২৮) ও ছোট ছেলে জীবন (১ বছর ৪ মাস) মারা গেছে। অপর ছেলে ইমন (৪) আশংকাজনক অবস্থায় পাবনা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের লালপুরের হিসাব রক্ষক মিজানুর রহমান একই এলাকার পাপিয়া খাতুনের সঙ্গে প্রেম করে বিয়ে করে। তাদের ৩টি ছেলে সন্তান রয়েছে। কন্যা সন্তান না হওয়ায় স্বামী মিজানের মধ্যে অসন্তোষ ছিল বলেও জানা যায়। লালপুরে চাকরির সূত্র ধরে ওই এলাকায় প্রাইমারি স্কুলের শিক্ষিকার সঙ্গে মিজানের নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মিজান প্রেমিকাকে বিয়ে করার জন্য মরীয়া হয়ে উঠে।

পাপিয়ার সঙ্গে মিজানের এই নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে পাপিয়া নিজে এবং তার ৪ বছরের দ্বিতীয় সন্তান ইমন এবং ষোল মাসের জীবনকে বিষপান করিয়ে নিজেও আত্মহত্যার জন্য বিষ খায়। এতে পাপিয়া ও ছোট ছেলে জীবনের প্রাণহানি ঘটে।

আশংকাজনক অবস্থায় ইমন পাবনা হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর হতে মিজানের খোঁজ পাওয়া যাচ্ছে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ