২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ছাদ থেকে লাফ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আবাসিক হোটেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হোটেল ম্যানেজার রাকিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার দিরাই উপজেলার নারায়নকুড়ি গ্রামের কবির মিয়া তার স্ত্রীকে নিয়ে গত বুধবার রাতে জগন্নাথপুর পৌরশহরের সানলাইট আবাসিক হোটেলের একটি রুম ভাড়া নেয়।
রাত গভীর হওয়ার পর ওই হোটেল ম্যানেজার রাকিব আলী তার সহযোগী পৌরশহরের ইকড়ছই গ্রামের তাজ উল্লাহর ছেলে সেলন ভাণ্ডারীকে নিয়ে রুমের দরজা খুলে কবির মিয়ার হাত-পা বেধে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় নিজেকে রক্ষা করতে ওই গৃহবধূ আবাসিক হোটেলের ৩য়তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এবং হোটেল ম্যানেজার রাকিবকে গ্রেফতার করে। আর তার সহযোগী পালিয়ে যায়।
জগন্নাথপুর থানা ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ