ভারতের সাধারণতন্ত্র দিবসের উজ্জাপনে ভারতে থেকে গোটাটা উপভোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই তিনিই ভারতের স্বাধীনতা দিবসের আগে শুভাচ্ছা জানাতে ভুললেন না। নিজের শুভেচ্ছা বার্তায় ওবামা ভারতকে বিশ্ব শান্তির প্রতীক বলে উল্লেখ করেছেন। দেশবাসীকে নিজেদের স্বাধীন অধিকার ব্যবহার করারাও বার্তা দিয়েছেন তিনি।
পাশাপাশি মার্কিন বিদেশ সচিব জন কেরি ভারতকে শভেচ্ছা জানিয়ে বলেছেন, “ভারত অর্থনৈতিক, রাজনৈতিক ভাবে সবসময় বিশ্বের কাছে পথ প্রদর্শক হয়ে থেকেছে।” একই সঙ্গে নিজের শুভেচ্ছা বার্তায় কেরি ভারতের স্বাধীনতার জন্য গান্ধীজী, জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই পটেলের আত্মত্যাগের কথাও উল্লেখ করেছেন। নিজের বার্তায় আগামীদিনে পাকিস্তান ভারতের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি।
পোস্টটি যতজন পড়েছেন : 196