স্বাধীনতা দিবসে একাধিক বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ লালকেল্লার মঞ্চ থেকে এ বারও তিনি একাধিক ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে৷
বিজেপি সূত্রের খবর, বয়স্ক বা সিনিয়র সিটিজেনদের জন্য নতুন মেডিক্লেম প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন নমো৷ কিছুদিন আগে মন কি বাত অনুষ্ঠানে দেশের মানুষের কাছে এই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷ বয়স্কদের মেডিক্লেমও প্রধানমন্ত্রীর পছন্দের অন্যতম পরিকল্পনা৷মন কি বাত-এ বলা আর একটি বিষয়ও ওই ভাষণে থাকতে পারে৷ তা হল. সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের টাকা ছাড়াই চিকিৎসার ব্যবস্থা৷
গান্ধীজির জন্মদিন ২ অক্টোবর থেকে বড় প্রকল্প চালু করার চেষ্টাও হতে পারে বলে সূত্রেক খবর৷সকলের জন্য বিশেষ হেল্পলাইনের ঘোষণাও করতে পারেন নরেন্দ্র মোদী৷
পোস্টটি যতজন পড়েছেন : 203