প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বৃহস্পতিবার গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ তম জাতীয় সমাবেশ ২০১৬ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে আনসারের ৬৭০ জন শহীদ হয়েছেন। তারা মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, এই বাহিনীর ২০ জন বীর সদস্য বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের শপথের দিনে গার্ড অব অনার দিয়েছিল। আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।
পোস্টটি যতজন পড়েছেন : ৭২