শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী চক্র বিদেশিদের হত্যা করে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’
শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগ আয়োজিত ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমু বলেন, ‘বাংলাদেশ যখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। তখন স্বাধীনতাবিরোধীরা নতুন উদ্যোমে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে।’
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত ও মুজিবুর রহমান মুজিব, মহানগর উত্তর যুব লীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৬০