১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বত্ব-সংক্রান্ত দ্বন্দ্বে ইউটিউব এবং ইএসপিএন মুখামুখি অবস্থানে

ইউটিউব থেকে নিজস্ব ভিডিও সরিয়ে নিচ্ছে স্পোর্টস নেটওয়ার্ক ইএসপিএন। গত সপ্তাহে উন্মোচিত ইউটিউবের বিজ্ঞাপনবিহীন সেবা ইউটিউব রেড নিয়ে স্বত্ব-সংক্রান্ত দ্বন্দ্বে ভিডিও সরিয়ে নেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। এখন থেকে ইএসপিএনের যেকোনো ভিডিও দেখতে হলে তাদের নিজস্ব সাইট ব্যবহার করতে হবে বলে গত শুক্রবার এক বিবৃতিতে জানায় তারা। খবর এপি। ‍ৃ

এক বিবৃতিতে স্পোর্টস চ্যানেলটি জানিয়েছে, ইউটিউবে আর ভিডিও আপলোড করবে না তারা। চ্যানেলটির কোনো প্রোগ্রাম দেখতে হলে এখন থেকে গ্রাহকদের ইএসপিএন ডট কম থেকে দেখতে হবে।

ইউটিউবের নতুন ভিডিও স্ট্রিমিং সেবা নিয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে সমঝোতা না হওয়ায় সাইটটি থেকে ভিডিও সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইএসপিএন। গ্রাহকদের বিনামূল্যে ভিডিও দেখার সুযোগ নষ্ট হওয়ায় হতাশ ইএসপিএনের মালিকানা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি।

ইএসপিএন-এর ভিডিও সরিয়ে নেয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইউটিউব। তবে বিশেষজ্ঞরা বলছেন, ‘ইএসপিএনের মতো জনপ্রিয় একটি চ্যানেলের ভিডিও ইউটিউবের চাহিদা তৈরিতে ভূমিকা রেখেছে। ফলে ইএসপিএনের সরে যাওয়া ইউটিউবের জন্য নেতিবাচকই হবে।

গ্রাহকদের বিজ্ঞাপন মুক্ত ভিডিও দেখার সেবা দিতে গত সপ্তাহে ইউটিউব রেড নামের ভিডিও স্ট্রিমিং সেবা চালু করে ইউটিউব। এই সেবা পেতে হলে গ্রাহকদের ব্যয় করতে হবে মাসে ৯ ডলার ৯৯ সেন্ট।

এক বিবৃতিতে ইউটিউবে ভিডিও সরবরাহ করে থাকে এমন প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে তারা যদি গ্রাহকদের ভিডিও দেখাতে চান, তাহলে তাদের ইউটিউব রেড এ যুক্ত হতে হবে। এখানেই দ্বন্দ্ব তৈরি হয়েছে প্রতিষ্ঠান দুইটির মধ্যে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ