স্নোডেন নরওয়েতে ঢুকলেই তাঁকে আটক করে তাড়িয়ে দেওয়ার নির্দেশ পাঠিয়েছে আমেরিকা। সম্প্রতি নরওয়ের বিদেশমন্ত্রক এই তথ্য ফাঁস করেছে। মন্ত্রকের দাবি, গত ২৭ জুন ২০১৩ সালে ওয়াশিংটন এই মর্মে একটি নোট পাঠিয়েছিল। নর ওয়ের পাশাপাশি ওই একই দিনে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের স্ক্যান্ডিনেভিয়ার অফিস থেকে সুইডেন এবং ফিনল্যান্ডেও এই জাতীয় নির্দেশিকা পাঠানো হয়েছিল। জুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত এ নিয়ে দু’দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে বেশ কয়েকটি চিঠিপত্র আদানপ্রদান হয়েছিল।
নরওয়ের এনআরকে ব্রডকাস্টার জানিয়েছে, সম্প্রতি নরওয়ে সরকার একটি বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করেছে স্নোডেনকে। ব্যক্তি সুরক্ষা এবং নাগরিক ও অন্যদের উপরে মার্কিন নজরদারি বিরুদ্ধে পদক্ষেপ করায় এই পুরস্কার দেওয়া হবে স্নোডেনকে। যদিও নরওয়ের বিদেশ মন্ত্রকের দাবি, কোনও অপরাধ তাদের সংঘটিত না হলে অভিযুক্ত হিসাবে চিহ্নিত ব্যক্তিকে তারা গ্রেফতার করতে পারে না। অন্য দেশের স্বার্থে আটক করতেও পারে না। নরওয়ের আইন এই আচরণ সমর্থন করে না। সেইসঙ্গে এটাও তাদের চিন্তায় রেখেছে, যদি স্নোডেন নরওয়েতে প্রবেশের আগেই রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন জানায়, তবে আন্তর্জাতিক আইনানুসারে তাকে আটক করা অনুচিত। সেক্ষেত্রে মার্কিন হুঁশিয়ারি কতটা মেনে চলা সম্ভব হবে তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে এবং সংশয়ে নরওয়ে।