[english_date]

স্থায়ী জামিন চাইলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার স্থায়ী জামিন চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন ড.  ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ড. ইউনূস জামিন নিতে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আপিল মামলায় বিবাদীর উপস্থিত থাকার বিষয়টি আইনে বাধ্যবাধকতা নেই। প্রতিমাসে মামলার ধার্য তারিখে ড. ইউনূস সাহেবকে উপস্থিত থাকতে হচ্ছে। এতে তিনি বহু আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে পারছেন না। সে কারণে আমরা আজ তার স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছি।

গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজই শেষ হয় তার জামিনের সময়কাল। সে কারণে নতুন করে জামিন নিতে আজ ফের শ্রম আপিল ট্রাইব্যুনাল এসেছিলেন ড. ইউনূস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ