১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরের সদরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুরের সদরপুর উপজেলার নাজিমউদ্দিন হাওলাদার কান্দি গ্রামের মিঠু দেওয়ান যৌতুকের দাবিতে তার স্ত্রী দুলুফা বেগমকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। এরই জের ধরে ২০১০ সালের ১৩ মে নির্যাতন শেষে দুলুফা বেগমকে হত্যা করেন মিঠু দেওয়ান।

এ ঘটনায় নিহতের দাদা সালাম তালুকদার সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান মিঠু দেওয়ানের উপস্থিতিতে ফাঁসির রায় ঘোষণা এবং ১৫ হাজার টাকা জরিমানা করেন।

মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালেন অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার এবং অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার।[review]

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ